গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু

আপডেট: আগস্ট ১৯, ২০২২
0

গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুরে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুই নারী নিহত হয়েছেন। শুক্রবার মহানগরের সদর থানার উত্তর বিলাসপুর রেলক্রসিংয়ে এবং পূবাইল থানার হায়দরাবাদ এলাকায় এ ঘটনা দু’টি ঘটে। উভয় ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি গাজীপুর মহানগরের সদর থানাধীন মারিয়ালী এলাকার মৃত রুস্ত আলীর মেয়ে আম্বিয়া খাতুন (৬৫)। আনুমানিক ৪৫ বছর বয়সের অপর নিহত নারীর পরিচয় পাওয়া যায় নি।

জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ির ইনচার্জ এসআই শহীদুল্লাহ জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে আম্বিয়া খাতুন গাজীপুর মহানগরের সদর থানাধীন উত্তর বিলাসপুরের তিতাস গ্যাস রেলক্রসিং এলাকায় ঢাকা-রাজশাহী রেল লাইন পার হচ্ছিলেন। এসময় রাজশাহী হতে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়েন আম্বিয়া খাতুন। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

টঙ্গী জংশনের রেলওয়ে ফঁাড়ি ইনচার্জ এসআই নুর মোহাম্মদ জানান, শুক্রবার সকালে মহানগরীর পূবাইল থানাধীন হায়দরাবাদ এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেল লাইনে ট্রেনে কাটা অজ্ঞাত এক নারীর (৪৫) ছিন্ন বিচ্ছিন্ন লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ধারণা হরা হচ্ছে, বৃহস্পতিবার দিবাগত রাত অনুমান ১টা হতে শুক্রবার সকাল সাড়ে ৬ টার মধ্যে যে কোনো সময় অজ্ঞাত ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হন। তার পড়নে লাল জামা ও লাল সালোয়ার রয়েছে।

উভয় ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
###
মোঃ রেজাউল বারী বাবুল
গাজীপুর।
১৯/০৮/২০২২ ইং।