গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকান্ড

আপডেট: জুন ১৫, ২০২২
0
ক্যাপশনঃ গাজীপুর ঃ পোশাক কারখানায় অগ্নিকান্ড।

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে বহুতল ভবনের চতুর্থ তলার একটি পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার সকালে মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় এ্যাপারেলস প্লাস লিমিটেড নামের কারখানায় এ ঘটনা ঘটে।

কারখানার মানব সম্পদ কর্মকর্তা মোঃ আব্দুর রহমান জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কারখানার সাততলা ভবনের চতুর্থ তলার কাটিং সেকশনে আগুন লাগে। ওই তলায় ফেব্রিক্স, কাটিং ও ফিউজিং মেশিনসহ বিভিন্ন ধরনের মালামাল ছিল। আগুন মূহুর্তেই পুরো সেকশনে ছড়িয়ে পড়লে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কারখানার কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়। আগুন লাগার খবরে সকল শ্রমিকরা ভবন ছেড়ে নিচে নেমে আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে অগ্নিকান্ডের ফলে তৈরী পোশাক, ফেব্রিক্স, মেশিনপত্রসহ কারখানার ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ্যাপারেলস প্লাস কারখানা ভবনের কাটিং সেকশনে ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের পাঁচটি ইউনিট পর্যায়ক্রমে ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। তবে দুপুরের পর আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

###