জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. খোন্দকার মুস্তাহিদুর রহমানের মৃত্যুতে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শোক

আপডেট: আগস্ট ২০, ২০২১
0

আজ শুক্রবার (২০ আগস্ট) বেলা ৪ টায় ঢাকা কাকরাইলস্থ ইসলামী ব্যাংক
জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকৎিসাধীন অবস্থায় জাহাঙ্গীরনগর
বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. খোন্দকার মুস্তাহিদুর রহমান
ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা
ও ট্রাষ্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
শোক বার্তায় ডা.জাফরুল্লাহ চৌধুরী বলেন, “ স্বাধীন বাংলাদেশের শিক্ষার
উন্নয়ন প্রক্রিয়ায় অসামান্য অবদান রেখেছেন। তিনি ’৬৯ এর গণঅভ্যুত্থান এবং
মহান মুক্তিযদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়ে তিনি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে
গুরুত্বপূর্ণ ভ’মিকা রেখেছেন । বাংলাদেশে তিনি একজন খ্যাতনামা
অর্থনীতিবীদ ছিলেন।

তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির গুরত্বপূর্ণ দায়িত্ব ব্যতিত
ডীন,বিভাগীয় সভাপতি, শিক্ষক সমিতির সভাপতি/ সাধারণ সম্পাদক, সিনেট,
সিন্ডিকেট একাডেমিক কাউন্সিলের সদস্যসহ গুরুত্বূর্ণ দায়িত্ব পালন করেছেন।
১৯৭১ সালে ১২ জানুয়ারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার দিন
সর্বপ্রথম ক্লাশ নিয়ে বিশ^বিদ্যালযের অগ্রযাত্রা শুরু করেছিলেন।

তাঁর মৃত্যুতে আমি একজন প্রিয় বন্ধুকে হারালাম আর দেশ একজন অভিজ্ঞ
খ্যতিমান অর্থনীতিবীদকে হারালো। অধ্যাপক ড. খোন্দকার মুস্তাহিদুর রহমানের
মুত্যুতে বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি হলো। তিনি ছিলেন মানবিক, সদা
হাস্যউজ্জল ও মহৎ মনের অধিকারী।

শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত
পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান”।