নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

আপডেট: জুন ৫, ২০২১
0

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ॥ নীলফামারীতে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিক (অনূর্ধ্ব ১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। ৫ জুন শনিবার দুপুরে জেলার আন্তর্জাতিক শেখ কামাল স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধণ করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) লিজা বেগম, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, জেলা পরিষদের সচিব জয়নুল আবেদীন, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন প্রমুখ।

উদ্বোধনী খেলায় বালক-বালিকা দলের নীলফামারী সদর ও ডিমলা উপজেলা অংশ নেন। বালক দলের খেলায় নীলফামারী সদর দলকে ৩-২ গোলে জয় লাভ করে ডিমলা উপজেলা।

আয়োজকরা জানান, বালক ও বালিকা দলের জেলার ৬ উপজেলা ও নীলফামারী পৌরসভার বালক-বালিকা উভয় দলের ১৪টি দল অংশ নেন।