বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ; নিহত ৫

আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২১
0

ডেস্ক রিপোর্ট:
বগুড়ার শেরপুর কলেজ গেট এলাকায় বাস-ট্রাক মুখোমুুখি সংঘর্ষে কমপক্ষে ৬ জন নিহত এবং আরো অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ ভোরে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বাস ও ট্রাকের দুই চালকও রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোর ৫ টার দিকে ঢাকা থেকে বগুড়াগামী এসআর পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে চালাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ীর সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়র সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে ডাক্তার ৬ জনকে তাৎক্ষনিক মৃত্যু ঘোষণা করেন। আহতদের মধ্যেও অনেকে আশংকাজনক রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে ওভারটেক করতে দিয়ে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।