কুড়িগ্রাম প্রতিনিধি :
“বন্ধুত্বের বন্ধন হউক আরো হউক দৃড়” করোনার এই সংকটকালীন সময়ে ব্যাচ এসএসসি ও এইচএসসি ইএসএ প্রবাসী ৮৯/৯১ বন্ধুরা দেশের বন্ধুদের জন্য অক্সিজেন কনসেন্ট্রটর সরবরাহ করে এক অনন্য দৃষ্টান্থ স্হাপন করলেন।গত ২৫ জুলাই ২০২১, নিউ ইয়র্কে বার্ষিক গেটটুগেদারে দেশের এই প্যান্ডেমিক সিচুয়েশন চলাকালীন সময়ে মানবিক কাজে দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য সাড়া দেয়।
সেই মোতাবেক ইউএসএর প্রবাসী বন্ধুদের অনুদানে ৮৯/৯১ ফেসবুক গ্রুপের পক্ষে সহকারি অধ্যাপক ডা. সেরাজুল ইসলাম সেরাজ, আমিনুর রহমান, লিটন ও বদরুলের সহযোগীতায় গ্রুপের “সামাজিক ও মানবিক সাপোর্ট” টিম করোনাকালীন সময়ে জরুরী প্রয়োজন মেটানোর জন্য অক্সিজেন কনসেন্ট্রেটরসহ অক্সিজেন সিলিন্ডার ফুল সেট দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করেছে। যা বন্ধুদের প্রয়োজনে কাজে লাগবে। সারা দেশের বন্ধুদের জন্য এই উদ্যোগ চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এ বিষয়ে ৮৯/৯১ ফেসবুক এডমিন প্যানেলের সদস্য ইন্জিনিয়ার আব্দুস সাত্তার বলেন করোনার এই মহামারীর সময়ে প্রবাসী ইউএসএ বন্ধুদের সহযোগিতার এ ধরনের মানবিক কাজ করতে পেরে খুব নিজেকে ভাল লাগছে। এটা আপাদত ঢাকায় থাকবে।এই উদ্যোগ চলমান থাকবে।প্রয়োজনের সারাদেশে বন্ধুদের দেয়া হবে।ধন্যবাদ জানাই প্রবাসী ইউএসএ বন্ধুদের এহেন মানবিক কাজে এগিয়ে আসার জন্য।সারা দেশের বন্ধুদের বিপদে এভাবেই পাশে থাকব ইনশাআল্লাহ।
###
আমিনুর রহমান বাবু