অর্ন্তবর্তী সরকার গঠনের আহ্বান জামায়াত আমিরের

আপডেট: আগস্ট ৬, ২০২৪
0
file photo

অর্ন্তবর্তী সরকার গঠনের আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান বলেছেন

তিনি বলেন, আমাদের জোর দাবি বিলম্ব না করে অতি দ্রুত সংসদ ভেঙে দেন। অন্তর্বর্তী সরকার গঠন করুন।

মঙ্গলবার মগবাজার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

১৩ বছর পর ঢাকার মগবাজারের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করল জামায়াতে ইসলামী। ২০১১ সালের পর এখানে আর কোনো কার্যক্রম পরিচালিত হয়নি।

অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দেখতে চেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রস্তাবকে তার দল শ্রদ্ধার চোখে দেখে বলেই জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির।