অসুস্থতা কাটিয়ে আবার মাঠে সক্রিয় বরেণ্য রাজনৈতিক রুহুল কবীর রিজভী

আপডেট: জুলাই ১২, ২০২১
0

অসুস্থতা কাটিয়ে ওঠার পরই আবারো রাজনৈতিক মাঠে সক্রিয় হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। নেতা-কর্মীদের খোঁজ খবর নেয়ার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ডেও অংশ নেয়া শুরু করেছেন ত্যাগী এই নেতা। অসুস্থতার কারণে দীর্ঘদিন তিনি শয্যাশায়ী ছিলেন। যার ধ্যানজ্ঞান ছিলো কেবল রাজনীতি; অসুস্থতার কারণে তিনি অনেকদিন কোন কর্মসূচীতে যোগ দিতে পারেননি। এমনকি, নেতা-কর্মীদের সাথে দেখা সাক্ষাৎ বা তাদের খোঁজ খবর নেয়াও হয়ে ওঠেনি তার।

এখন অনেকটাই সুস্থ নিবেদিতপ্রাণ এই নেতা। আর সুস্থ হয়ে উঠেই তিনি অংশ নেয়া শুরু করেছেন রাজনৈতিক কর্মকান্ডে। খোঁজ খবর নেয়া শুরু করেছেন নেতা-কর্মী ও সাধারণ মানুষের। লকডাউনের কারণে মানুষ যখন অনেকটাই গৃহবন্দী তখন এই নেতা বিএনপির কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিচ্ছেন। এরই অংশ হিসেবে আজ তিনি গিয়েছেন পুলিশের ক্রসফায়ারে নিহত মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ছানাউল্লাহ ছানার বাসায়। ছানার মেয়ের বিয়েতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আলমারি উপহার দেওয়া হয়। ওই উপহার পৌঁছে দেয়ার জন্য কয়েকজন নেতা-কর্মীকে সাথে নিয়ে তিনি ওই বাসায় যান।

এর আগে ১২ জুন অসুস্থ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দেখতে তার বাসায় গিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দীর্ঘ দীন যাবৎ অসুস্থ হয়ে বাসায় ছিলেন। এ সময় তাদের দেখতে নাগরিক ঐক্য পরিষদের নেতা মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মীর্জা আাব্বাসও তার বাসায় গিয়েছিলেন।

গত ১৬ মার্চ করোনা আক্রান্ত হন রুহুল কবির রিজভী। এরপরই ১৭ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। গত ১ এপ্রিল হঠাৎ করেই রিজভীর শারীরিক অবস্থার অবনতি হলে এবং অক্সিজেন লেভেল কমে গেলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রুহুল কবির রিজভী সহ অন্যান্য অসুস্থ নেতাদের সার্বিক খোঁজ-খবর রাখছেন।