আওয়ামীলীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুকুল বোসের মৃত‍্যুতে শিল্প মন্ত্রীর শোক

আপডেট: জুলাই ২, ২০২২
0

ঢাকা,০২ জুলাই, ২০২২:

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুকুল বোসের মৃত‍্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি।

মন্ত্রী আজ এক শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শ্রী মুকুল বোস মৃত্যুবরণ করেছেন। শনিবার (২ জুলাই) ভারতের চেন্নাই এপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর পাঁচটা বিশ মিনিটে পরলোক গমন করেন।

মৃত্যুকালে মুকুল বোস এর বয়স ছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধা শ্রীমুকুল বোস এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।