নিজস্ব প্রতিবেদক; ব্যাংককের বামরুনগ্রাদ হসপিটালে চিকিৎসাধীন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ সুস্থ আছেন। তিনি এখন পরিমিত খাবার খাচ্ছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ ও স্বাভাবিক কথাবার্তা বলছেন বলে জানিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাষ্টের চেয়ারম্যান কাজী মো. মামুনুর রশীদ।
রোববার বিকেলে থাইল্যান্ডের ব্যাংক থেকে ভ্যার্চুয়ালি ঢাকায় সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানান কাজী মামুন।
তিনি জানান, বিরোধী দলীয় নেতা তার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকবৃন্দ, সেবক, সেবিকাসহ পুত্র সাদ এরশাদ, পুত্রবধু মাহিমাসহ আগতদের সঙ্গে নানা বিষয়ে কথাবার্তা বলছেন।
কাজী মামুন আরো জানান, রওশন এরশাদ দেশের বর্তমান পরিস্থিতি ও জনগণের খোঁজ নেন। এসময় বিরোধী নেতা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির সংবাদে খুবই মর্মাহত হন এবং উদ্বেগ প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন পল্লীবন্ধুপুত্র ও রংপুর-৩ সদর আসনের এমপি রাহগির আল মাহি সাদ এরশাদ।