আতিক উল্লাহ খান মাসুদের মৃত্যুতে ডিএনসিসি মেয়রের শোক

আপডেট: মার্চ ২২, ২০২১
0

ঢাকা, ২২ মার্চ: দৈনিক জনকন্ঠের প্রকাশক ও সম্পাদক আতিক উল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম।

আজ সোমবার এক শোক বার্তায় ডিএনসিসি মেয়র বলেন, আতিক উল্লাহ খান মাসুদ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে দীর্ঘকাল ধরে দেশের একটি গুরুত্বপূর্ণ সংবাদপত্র প্রকাশ ও সম্পাদনা করেছেন। তাঁর মৃত্যুতে দেশ একজন বরেণ্য সম্পাদককে হারালো।

আতিকুল ইসলাম মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।