সাবেক আইনমন্ত্রী ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদ্য নির্বাচিত সভাপতি এ্যাডভোকেট আবদুল মতিন খসরুর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সেক্রেটারি জেনারেল যথাক্রমে এ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার ও এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ১৪ এপ্রিল ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তারা বলেন, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সদ্য নির্বাচিত সভাপতি ও সাবেক আইনমন্ত্রী এ্যাডভোকেট আবদুল মতিন খসরু ১৪ এপ্রিল বিকালে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ইন্তিকালে জাতি একজন প্রাজ্ঞ-বিজ্ঞ ও আইনজীবীগণ দরদি এক বন্ধুকে হারাল। আমরা তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ তায়ালা তাঁর জীবনের ভাল কাজগুলো কবুল করুন এবং তাঁকে উত্তম জাযা দান করুন। আমরা তাঁর শোকাহত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।