‘আশীর্বাদ’ নিয়ে আসছেন মাহি

আপডেট: মার্চ ১৬, ২০২২
0

প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পেল মোস্তাফিজুর রহমান মানিকের ‘আশীর্বাদ’। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ও জিয়াউল রোশান। এটি এই জুটির প্রথম সিনেমা।

আসন্ন ঈদুল ফিতরের পর এবং ঈদুল আজাহার আগে মাঝামাঝি সময়ে ‘আশীর্বাদ’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।

বিষয়টি নিশ্চিত করে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘আশীর্বাদ’ বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। এখন মুক্তির প্রস্তুতি নিচ্ছে। আশা করছি ঈদুল ফিতরের পর একটা ভালো দিন দেখে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেবো।

তিনি আরো জানান, সত্তর দশকের ছাত্র রাজনীতি, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময়ের পরিস্থিতি নিয়ে কয়েকটি ধাপে সিনেমাটির গল্প সাজানো হয়েছে। পর্দায় তরুণ ও বৃদ্ধ দুই বয়সে মাহিকে দেখা যাবে।

সিনেমাটি প্রযোজনার পাশাপাশি এর কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন তাহেরা ফেরদৌস জেনিফার। সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।

মাহি-রোশান ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন কাজী হায়াৎ, রেহানা জোলি, রেবেকা, সীমান্ত প্রমুখ।