স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মুুকুন্দী গ্রামের বাসিন্দা, পৌরসভা বিএনপির সভাপতি, সাবেক ইউপি সদস্য ও সরকারী সফর আলী কলেজের সাবেক ভিপি কবির হোসেনের বাবা হযরত আলী (৯০) বার্ধক্য জনিত কারনে বুধবার (১১ আগষ্ট) সকালে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নাল্লিাহে—– রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ওই দিনই বাদ জোহর স্কুল সংলগ্ন মাঠে জানাজা শেষে সামাজিক গোরস্থানে দাফন করা হয়।
তার জানাজায় অংশ গ্রহণ করে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, বিএনপির সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ্ব সুন্দর আলী, সাবেক মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান, জেলা বিএনপি নেতা লুৎফুর রহমান আব্দু, ইফসুফ আলী ভুইয়া, জুয়েল আহমেদ, আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন অর রশিদ, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, মরহুমের ছোট ভাই হাজী সাফিজ উদ্দিন, ছেলে সাবেক ভিপি কবির হোসেন, ভাতিজা শফিকুল ইসলাম ও সাইদুল ইসলাম সোহেল প্রমুখ।