আবু সুফিয়ান,চারঘাট;
রাজশাহীর চারঘাট উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত একটি বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৯ মার্চ শুক্রবার) বিকেলে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় একটি কক্ষে সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম পরিচালনা বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাকিরুল ইসলাম সান্টু, সাইফুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক আলফার রহমান, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সাইফুল ইসলাম বাদশা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল হক, মহিলা লীগের নাসরিন আক্তার মিতা, নকিবুল সহ অনেকে বক্তব্য রাখেন।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে প্রার্থী দেওয়ার বিষয় বর্ধিত সভা আলোচনা হয়।