ইসরায়েলি বোমায় গাজায় প্রতিদিন হতাহত ৪০০ শিশু: ইউনিসেফ

আপডেট: অক্টোবর ২৫, ২০২৩
0
file photo

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে টানা ১৮ দিন ধরে নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
এতে প্রতিদিন মারা যাচ্ছে প্রায় ৪০০ ফিলিস্তিনি শিশু। জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ এই তথ্য প্রকাশ্যে এনেছে।

গাজায় ইসরায়েলি হামলায় শিশু হতাহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে সংস্থাটি বলেছে, এটা আমাদের বিবেকের ওপর কলঙ্ক।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ১৮ দিন ধরে চলমান লড়াইয়ে ২ হাজার ৩৬০ শিশু নিহত হয়েছে বলে ইউনিসেফ জানিয়েছে। এছাড়া সংঘাতে আহত হয়েছে আরও ৫ হাজার ৩৬৪ শিশু।
গাজার প্রায় ২৩ লাখ জনসংখ্যার অর্ধেকই ১৮ বছরের কম বয়সী শিশু।