ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঢাকার উত্তরা শাখার অধীনে গাউসুল আজম এভিন্যু উপশাখা চালু করেছে। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কো¤পানি সেক্রেটারি জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস বুধবার, ২৪ মার্চ ২০২১ প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন।
ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মোঃ আলতাফ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি কাউন্সিলর মোহাম্মদ শরীফুর রহমান। উত্তরা শাখাপ্রধান আবুল লাইছ মোহাম্মদ খালেদ স্বাগত বক্তব্য দেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখা ইনচার্জ মোঃ মনিরুজ্জামান। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চরফ্যাশনে ব্যবহৃত হচ্ছে এখনো সাঁকো ;তাও ঝুঁকিপূর্ণ দূর্ভোগে শিশু ও পথচারীরা