জাতীয়সর্বশেষ সংবাদ ইসির কাছ থেকে এনআইডি নেওয়া যাবে না: সিইসি আপডেট: জুন ২৩, ২০২১ By Desh Janata - জুন ২৩, ২০২১ 0 Share on Facebook Tweet on Twitter tweet চিঠি দিয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে এনআইডি বা জাতীয় পরিচয়পত্র নেওয়া যাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। আজ বুধবার (২৩ জুন) তিনি এ তথ্য জানান। তিনি আরও বলেন, এ বিষয়ে সরকারকে আলোচনায় বসতে হবে।