উত্তর বিএনপির প্রতিবাদ সমাবেশে উত্তাল রাজপথ।
আজ বুধবার দুপুর ১২টার পর থেকেই খিলগাও তালতলা সমাবেশস্থল ঘিরে ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেন। দুপুর ১টা ৩৫ মিনিটে এ প্রতিবেদন লিখা পর্যন্ত ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নির্ধারিত খিলগাঁও তালতলা মার্কেটের সামনে সমাবেশস্থলে নেতাকর্মীর ঢল নামে।
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপক্ষ নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের নামে সাজানো মামলা ও সাজা প্রত্যাহার এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঢাকা মহানগর উত্তরে বিএনপির প্রতিবাদ সমাবেশ শুরু হয়েছে।
সমাবেশে অংশ নেয়া নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার ও প্রত্যাহার এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে বিভিন্ন ধরনের সরকারবিরোধী স্লোগানে প্রকম্পিত করে তুলেছেন সমাবেশস্থল।