এখনো নিয়ন্ত্রণহীন ডেঙ্গু, বাড়ছে শঙ্কা

আপডেট: অক্টোবর ১৬, ২০২১
0

সাধারণত প্রতি বছর অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ কমে এলেও চলতি বছরের চিত্র পুরোটা ভিন্ন। চিকিৎসকরা বলছেন প্রথম দিকে রোগীর অবস্থা খুব দ্রুত খারাপ হলেও এখন সুস্থ হতে সময় লাগছে বেশি।

এদিকে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার ২৪ ঘণ্টায় দেশে আরও ১০৬ জন হাসপাতালে ভর্তি হন। আক্রান্তদের অধিকাংশই রাজধানীর বাসিন্দা। শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তর জানায়, নতুন আক্রান্তদের মধ্যে ৯১ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে এবং ৪৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৬ জনে। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬৮৫ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১৬৬ জন।

চলতি বছর মোট আক্রান্তদের মধ্যে অক্টোবরে ২ হাজার ৮২১ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

এছাড়া, এ বছরে ডেঙ্গুতে মারা গেছেন ৮২ জন। এদের মধ্যে চলতি মাসে ১৩ জন, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জন ও জুলাই মাসে ১২ জন মারা গেছেন।

প্রতিবছর বর্ষাকালেই রাজধানীসহ দেশের বড় শহরগুলোতে ডেঙ্গু জ্বরের প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত মানুষের সংখ্যা অতীতের রেকর্ড ছাড়িয়েছিল।
দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রায় ৩০০ মানুষ প্রাণ হারান। তবে সরকারি হিসেবে মৃতের সংখ্যা ১৭৯।