এ টি এম শামসুজ্জামানের মৃত্যুতে ডিএনসিসি মেয়রের শোক

আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২১
0

ঢাকা, ২০ ফেব্রুয়ারি:

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম।

মেয়র আজ শনিবার এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় আতিকুল ইসলাম আরো বলেন, “এ টি এম শামসুজ্জামানের মৃত্যু দেশ একজন সংস্কৃতিক ব্যক্তিত্বকে হারালো। তাঁর মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। সাংস্কৃতিক অঙ্গনের অপ্রতিদ্বন্দ্বী এই অভিনেতা তাঁর অসামান্য অভিনয়ের মাধ্যমে দেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।”