বাড়িতে লোকজনের সমাগম বাড়লে বা যে কোনও অনুষ্ঠানেই কাগজের কাপেই চা পরিবেশন করা হয়। কিন্তু এই ধরনের কাগজের কাপ থেকেও শরীরে প্রবেশ করছে প্লাস্টিক!
বলছে ভারতের আইআইটি-র সাম্প্রতিকতম গবেষণা।
কাগজের কাপ নিয়ে একটি গবেষণার পর গবেষকরা জানাচ্ছেন, কাগজের কাপে চা, কফি খেলেও শরীরে প্লাস্টিকের কণা প্রবেশ করছে। এর কারণ, এই কাপগুলো হাইড্রোফোবিক ফিল্ম নামের উপাদান দিয়ে তৈরি হয়। যা একধরনের বিশেষ প্লাস্টিক। নামে কাগজের কাপ হলেও, আদতেই এগুলোও প্লাস্টিকের কাপ।
এই ধরনের কাপে গরম জল, কফি, বা চা ঢাললেই ক্ষুদ্র ক্ষুদ্র প্লাস্টিকের কণা মিশে যায়। গবেষণায় ধরা পড়েছে, ১৫ মিনিটের মধ্যে প্রায় ৭৫ হাজার প্লাস্টিকের কণা মিশে যেতে পারে এক কাপ গরম চায়ে। তাই বাজার চলতি কাগজের কাপ এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন গবেষকেরা।
বারবার ধুতে পরিশ্রম হলেও ধাতু, সেরামিক বা কাঁচের কাপেই গরম চা বা কফি খাওয়ার পরামর্শ দিচ্ছেন গবেষকেরা। এতে চা খেলে শরীরে প্লাস্টিকের প্রবেশ ঠেকানো যাবে বলেই মত তাঁদের। পাশাপাশি প্লাস্টিকের বোতল এবং প্লাস্টিকের পাত্রে গরম খাবার খেতেও নিষেধ করা হচ্ছে। এমনকি ছোটদের ক্ষেত্রেও প্লাস্টিকের বোতলে গরম দুধ খাওয়াতে বারণ করছেন গবেষকেরা।