কক্সবাজার বিজিবি’র সোয়া ১২ কোটি টাকার বার্মিজ ইয়াবা উদ্ধার

আপডেট: আগস্ট ৫, ২০২১
0

বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুপাড়া বিওপি কর্তৃক ১২,৩০,০০,০০০/-(বার কোটি ত্রিশ লক্ষ) টাকা মূল্যমানের ৪,১০,০০০ (চার লক্ষ দশ হাজার) পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে।

আজ ৫ আগষ্ট মধ্য রাতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুপাড়া বিওপি’র একটি চৌকষ আভিযানিক দল বিওপি হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ দক্ষিণ দিকে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ২নং রত্নাপালং ইউনিয়নের করাইবুনিয়া নামক স্থানে ইয়াবা ব্যবসায়ীদের পাচারকৃত বিপুল পরিমান ইয়াবা লুকিয়ে রাখার খবর গোয়েন্দা সূত্রে জানতে পেরে হানা দেয়।

ব্যাপক তল্লাশী করে পাহাড়ে লুকায়িত অবস্থায় বস্তাভর্তি ৪১ কার্ট (প্রতি কার্টে ১০,০০০ পিস) সর্বমোট ৪,১০,০০০ (চার লক্ষ দশ হাজার) পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১২,৩০,০০,০০০/- (বারো কোটি ত্রিশ লক্ষ) টাকা। উদ্ধারকৃত বার্মিজ ইয়াবা নিয়ে বিওপিতে ফেরত আসার সময় চোরাকারবারীরা দলবলসহ দেশীয় অস্ত্র, লোহার রড এবং রামদা নিয়ে টহলদলের উপর আকষ্মিকভাবে আক্রমন করার চেষ্টা করলে বিজিবি টহলদল কৌশলগত অবস্থান গ্রহণ করতঃ তাদের জান-মাল রক্ষার্থে চোরাকারীরদের লক্ষ্য করে ফায়ার করলে চোরাকারবারীরা দ্রুত পাহাড়ী গহীন জঙ্গলের মধ্য দিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি ঘোষণার প্রেক্ষিতে করোনা ভাইরাস এর মহামারির মধ্যেও বিজিবি তাদের নিজ কর্তব্যে অটুট থেকে দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গত ১ জানুয়ারি ২০২১ হতে অদ্যাবধি পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল কর্তৃক ৭৮,৯৫,৪৬,৬০০/- (আটাত্তর কোটি পঁচানব্বই লক্ষ ছেচল্লিশ হাজার ছয়শত) টাকা মূল্যের ২৬,৩১,৮২২ পিস বার্মিজ ইয়াবাসহ ১৪৭ জন আসামী আটক করে।