কবি ফররুখ আহমদের বাড়ীতে রেলওয়ের লাল নিশান : ক্ষোভ ও প্রতিবাদ নায়ক হেলাল খানের

আপডেট: জুন ৭, ২০২১
0

কবি ফররুখ আহমদের বাড়ী অধিগ্রহণের জন্য রেলওয়ের লাল নিশান দেয়ায় ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছেন নায়ক হেলাল খান ও অধ্যাপক ড. মামুন আহমেদ । আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ক্ষোভ প্রকাশ করেন।

তারা বলেন, ৩১ মে ২০২১ ইং তারিখে দৈনিক নয়াদিগন্ত পত্রিকায় প্রকাশিত ‘কবি ফররুখ আহমদের বাড়ীতে লাল নিশান’ শিরোনামে রির্পোট এর প্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক ফরিদপুর-মাগুড়া রেল সড়ক নির্মানের নাম করে আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম কবি ফররুখ আহমদের বাড়িটি ধ্বংস করার জন্য অধিগ্রহণের লাল নিশান উড়িয়েছে-যা অত্যন্ত দুঃখজনক এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারর্পাসন উপদেষ্টা পরিষদের সদস্য ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস জাতীয় নির্বাহী কমিটি’র সভাপতি অধ্যাপক ড. মামুন আহমেদ ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটি’র সদস্য ও জাসাস জাতীয় নির্বাহী কমিটি’র সাধারণ সম্পাদক হেলাল খান।

নেতৃদ্বয় এক যৌথ বিবৃতিতে এ ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে অবিলম্বে সংস্কৃতির স্বার্থে কবি ফররুখ আহমদের বাড়ি সংরক্ষণের আওতায় আনার দাবী জানান।