ডেস্ক রিপোর্ট:
আমেরিকান সঙ্গীতশিল্পী ব্রিটনি স্পেয়ার্স বলেছেন, আমি জানি না আবার কবে নাগাদ কাজে ফিরতে পারবো। ব্রিটনিকে সর্বশেষ জনসমক্ষে স্টেজ পারফর্মেন্স করতে দেখা গেছে ২০১৮ সালে। ওই সময় থেকে তিনি আদালতের নির্দেশে একজন অভিভাকের অধীনে রয়েছেন (কনজারভেটরশীপ)। সম্প্রতি ওই অবস্থায় থেকে নিজের ইনস্ট্রাগ্রাম পেইজে একটি ভিডিও বার্তা দিয়েছেন। যেখানে ভক্ত ও অনুসারীদের তিনটি প্রশ্নের উত্তর দিয়েছেন।
বৃহস্পতিবার পোষ্ট করা ভিডিওতে ৩৯ বছর সয়সী এই শিল্পী বলেন, ‘অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন আমি মঞ্চের জন্য তৈরী কি না? আমি কি আবার মঞ্চে যাবো কি না?’ এর উত্তর হলো, ‘কবে কাজে ফিরবো এ ব্যাপারে এখন আমার কোনো ধারণা নেই। আমি জীবনের একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। তবে সময়টা উপভোগ করছি, নিজের মতো করে কাটিয়ে।
তবে তার ভিডিও বার্তায় যারা মন্তব্য করেছেন, অধিকাংশরাই বলেছেন ইচ্ছার বিরুদ্ধে শিল্পীকে বন্দী জীবন কাটাতে হচ্ছে।
রয়টার্স