কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। গত ২০ শে মার্চ মঙ্গলবার পেটে ব্যাথা নিয়ে গলব্লাডারের পাথর অপসারণের জন্য তিনি অধ্যাপক ছয়েফউদ্দিন আহমদের তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগে ভর্তি হন।
ইতোমধ্যে তাঁর বড়ভাই সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক অব্দুল্লাহ আবু সাইয়িদ, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, গণফোরাম নেতা মোস্তফা মহসিকন মন্টু হাসপাতালে বঙ্গবীরকে দেখে গেছেন।
উল্লেখ্য গত বছরের সেপ্টেম্বরে একই হাসপাতালে আলট্রাসনোগ্রাম করার পর গল-বøাডারে পাথর ধরা পরে, কিন্তু করোনা সনাক্ত হওয়ার তখন তাঁর অপারেশন করা সম্ভব হয় নি। আশু সুস্থতার জন্য তিনি সকলের দোয়া চেয়েছেন