ডেস্ক রিপোর্ট:
যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা বিশ্লেষণে বলা হয়েছে, তালেবান এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আফগানিস্তানের এক চতুর্থাংশের বেশি এলাকা জয় করার প্রেক্ষাপটে ৯০ দিনের মধ্যে রাজধানী কাবুল বিজয় সম্পন্ন করতে পারে।
গত শুক্রবার থেকে অভিযান চালিয়ে তালেবান ৯টি প্রাদেশিক রাজধানী দখল করেছে। এগুলোর মধ্যে রয়েছে ফৈজাবাদ, ফারাহ, পুল-ই-খুমরি, সর-ই-পুল, শেবারগান, আইবাক, কুন্দুজ, তালুকান ও জারাঞ্জ।
এছাড়া আফগানিস্তানের গ্রামীণ এলাকাও তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে।
পরিচয় প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, ৩০ দিনের মধ্যে আফগান রাজধানী বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এবং ৯০ দিনের মধ্যে তালেবান তা দখল করতে পারে।
আফগান সামরিক নেতৃত্বে পরিবর্তন
এদিকে আফগান নিরাপত্তা বাহিনীর নেতৃত্বে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। সেনাবাহিনী প্রধান হিসেবে জেনারেল হায়বাতুল্লাহ আলিজাইয়ের নাম ঘোষণা করা হয়েছে। তিনি জেনারেল ওয়ালি আহমদজাইয়ের স্থলাভিষিক্ত হয়েছেন। এছাড়া বিশেষ অপারেশন কোরের কমান্ডার হিসেবে সামি সাদাতের নাম ঘোষণা করা হয়েছে।
সাদাত ইতোপূর্বে হেলমান্দ রক্ষায় নেতৃত্ব দিয়েছিলেন।
সূত্র : আল জাজিরা