কিশোরগঞ্জে ১৫০ গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘরের চাবি হস্তান্তর

আপডেট: জুন ২০, ২০২১
0

শাহজাহান আলী মনন, (নীলফামারী) প্রতিনিধিঃ মুজিব শত বর্ষ উপলক্ষে সারা দেশের ন্যয় নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় গৃহহীনদের মাঝে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। ২০ জুন রবিবার সকালে উপজেলা হলরুমে বর্ণিল আয়োজনে আনন্দঘন পরিবেশে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম বারি পাইলট, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, সহকারি কমিশনার( ভূমি) রাকিবুজ্জামান রাকিব, কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল, উপজেলা আ’লীগের সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবুল, এমপি প্রতিনিধি রেজাউল আলম স্বপন।

জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নে লালিত সোনার বাংলা বিনির্মাণে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পরনির্ভরশীলতার গ্লানি মুছে মর্যাদার সাথে বাঁচার স্বপ্নে ভাগ্যবদলের প্রচেষ্টা হিসেবে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল মিটিংয়ের শুভ উদ্বোধনের মধ্য দিয়ে দ্বিতীয় ধাপে ১৫০টি গৃহহীন পরিবারের মাঝে চাবি ও দলিল প্রদানের সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।