কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের রৌমারীতে গলায় ওড়না পেচিয়ে শাবনুর (২২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। শাবনুর উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের গুটলী গ্রামের বংশির চর এলাকার বোরাক চালক আনোয়ার হোসেনের স্ত্রী। শনিবার (১৪ আগস্ট) দুপুরে দাঁতভাঙ্গা ইউনিয়নের গুটলী গ্রামের বংশির চর এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ৪,৫ ও ৬নং ওয়ার্ডের স্থানীয় সংরক্ষিত মহিলা সদস্য সারজিনা আক্তার জোছনার স্বামী রফিকুল ইসলাম জানান, শনিবার গৃহবধূ শাবনুরের স্বামী আনোয়ার হোসেন বোরাক চালাতে ও আনোয়ার হোসেনের বাবা ও মা দিনমজুরের কাজ করতে গেলে গৃহবধূ শাবনুর ফাঁকা বাড়িতে নিজ শয়ন কক্ষে গলায় ওড়না পেচিয়ে ধর্ণায় ঝুলে আত্মহত্যা করে। প্রতিবেশীরা আনোয়ারের বাড়িতে এসে ওই গৃহবধূর কোন সাড়া শব্দ না পেয়ে ঘরে ঢুকে গলায় ওড়না পেচিয়ে ঘরের ধর্নায় ঝুলন্ত অবস্থায় দেখতে পায় শাবনুরকে।পরে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসেন। তিনি আরও জানান, খবর পেয়ে আমিও ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধুকে গলায় ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। গৃহবধূ শাবনুর মাঝে মধ্যে হঠাৎ বাড়ি থেকে বেড়িয়ে যেতেন। সম্ভবত তার কোন মানসিক সমস্যা আছে। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। আমরা থানায় যাচ্ছি অভিযোগ দিতে।
রৌমারী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, এক গৃহবধুর আত্মহত্যার খবর শুনেছি। এবিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
##/
আমিনুর রহমান বাবু