কুড়িগ্রামে মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত ১ আহত ২

আপডেট: মার্চ ১৩, ২০২২
0

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মোটর সাইকেল দুর্ঘটনায় ১ জনের মৃত্যু ও আহত হয়েছে আরো ২ জন। নিহত রফিকুল ইসলাম পাপ্পু (২৫) উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা ফেলানীর মোড় এলাকার আব্দুল হামিদের ছেলে। আহত দুজন হলো একই ইউনিয়নের আস্করনগর গ্রামের মুসমিয়ার ছেলে আসিফ আলী(২০) ও দক্ষিণ রামখানা গ্রামের মনভোলার ছেলে সুজয় চন্দ্র (২২)। তারা তিনজনই পেশায় রাজমিস্ত্রি। রবিবার(১৩ মার্চ) সকালে সন্তোষপুর ইউনিয়নের ডাঙ্গির ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসীসূত্রে জানাগেছে, রফিকুল ইসলামসহ রবিবার সকালে তারা একটি মোটরসাইকেলে করে নাগেশ্বরীতে কাজে যাওয়ার পথে সন্তোষপুর ইউনিয়নের ডাঙ্গির ব্রীজ এলাকায় এলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোড়ে ধাক্কা খেয়ে তারা ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলে মারা যায় রফিকুল ইসলাম পাপ্পু। গুরুতর আহত হয় আসিফ আলী ও সুজয় চন্দ্র। পরে এলাকাবাসী ঘটনাস্থল থেকে গুরতর আহত অবস্হায় তাদের দুইজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) নবীউল হাসান এর সত্যতা নিশ্চিত করে বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলে মারা গেছে চালক রফিকুল ইসলাম।
####
আমিনুর রহমান বাবু