কুড়িগ্রামে হেরোইন সহ দুই মাদক কারবারি আটক

আপডেট: আগস্ট ১৫, ২০২১
0

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে দুই গ্রাম হেরোইন সহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের নোয়ানীপাড়া গ্রামের শামসুল হকের ছেলে হবিবর রহমান (৩২) ও একই ইউনিয়নের ঘনেশ্যামপুর এলাকার মৃত ধরণী কান্ত সরকারের ছেলে কমল চন্দ্র সরকার ওরফে কমল দর্জি (৩৪)।
শনিবার (১৪ আগস্ট) সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের টেম্পু স্ট্যান্ড নোয়ানীপাড়া ও ঘনেশ্যামপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, শনিবার যাত্রাপুর ইউনিয়নের টেম্পু স্ট্যান্ড নোয়ানীপাড়া পাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে বসতবাড়ির শয়ন কক্ষ থেকে ১১টি পুরিয়ায় ২ গ্রাম গাঁজা উদ্ধার সহ আসামী হবিবর রহমানকে গ্রেফতার করা হয়। এবং একই সময়ে হবিবর রহমানের সহযোগী আরেক মাদক কারবারি কমল চন্দ্র সরকার ওরফে কমল দর্জিকে ওই ইউনিয়নের ঘনেশ্যামপুর এলাকা থেকে গ্রেফতার করে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোঃ শাহরিয়ার জানান, আটককৃত দুই মাদক কারবারিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। দুজনই তালিকা ভুক্ত মাদক কারবারি। এবং কমল চন্দ্র সরকার ওরফে কমল দর্জির নামে পূর্বের দুটি মাদক মামলা রয়েছে।
###
আমিনুর রহমান বাবু