কেকেআরে সাকিবের টিমমেট করোনায় আক্রান্ত

আপডেট: মে ৮, ২০২১
0

করোনা আক্রান্ত সাকিব আল হাসানের টিমমেট টিম সেইফার্ট। নিউজিল্যান্ডের এই উইকেটরক্ষক এ বারের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স দলে ছিলেন। করোনা সংক্রমিত হওয়ার ফলে বিশেষ বিমানে উঠছেন না তিনি।
আপাতত ভারতেই থাকতে হচ্ছে সেইফার্টকে।

এই মুহূর্তে আহমদাবাদে নিভৃতবাসে রয়েছেন সেইফার্ট। সেখান থেকে তাকে চেন্নাই নিয়ে যাওয়া হবে। সেখানকার একটি হাসপাতালে রাখা হবে সেইফার্টকে। বিমান ধরার আগে তার দু’বার করোনা পরীক্ষা করা হয়।

সেখানে ফল পজিটিভ আসে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয় মৃদু উপসর্গ রয়েছে সেইফার্টের।
এর আগে ১০ দিনে ৭ বার করোনা পরীক্ষা করা হলে ফল নেগেটিভ এসেছিল নিউজিল্যান্ডের এই উইকেটরক্ষকের।