কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ১২ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট ও চাইজাল জব্দ

আপডেট: আগস্ট ১৩, ২০২১
0

বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের অন্তর্গত বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে লেঃ শামস সাদেকীন নির্ণয় এর নেতৃত্বে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন হাজীগঞ্জ বাজারের কাপড়িয়াপুট্টি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উক্ত এলাকায় ০২টি দোকান এবং ০২টি গোডাউন থেকে অবৈধ আনুমানিক ৩৩ লক্ষ মিটার নতুন কারেন্ট জাল ও ৪৭০ পিস চাইসহ ০২ জন জাল ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ কোটি ৭১ লক্ষ ৪৫ হাজার টাকা মাত্র।

উক্ত অভিযানে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আশিকুর রহমান উপস্থিত ছিলেন। পরবর্তীতে আটককৃত ০২ জন জাল ব্যবসায়ীকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হাসান কর্তৃক মোবাইলকোর্ট বসিয়ে ১০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয় এবং জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন এর পাশাপাশি অবৈধ জাল দিয়ে মৎস্য আহরণ নিষিদ্ধ করণের লক্ষ্যে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।