কোয়ারেন্টিনের বিধি না মানায় সিলেটে দুই প্রবাসীর জেল-জরিমানা

আপডেট: মার্চ ৩১, ২০২১
0

ডেস্ক রিপোর্ট:
সিলেটে হোটেলে কোয়ারেন্টিনে থাকা দুই লন্ডন প্রবাসী বিধি ভঙ্গ করায় তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেজবাহ উদ্দিন সংক্রমণ রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইনে তাদের কারাগারে প্রেরণ ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন।
পুলিশ জানায়, তাদের প্রত্যেককে ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। পুলিশ তাদেরকে সিলেট কারাগারে প্রেরণ করেছে।
পুলিশ জানায়, গত ২২ মার্চ আব্দুর নুর ও আলম হাসান রফি নামে ২ প্রবাসী সিলেটে আসেন। নিয়ম অনুযায়ী তাদেরকে হোটেলে পাঠানো হয়। মঙ্গলবার হোটেল কর্তৃপক্ষকে না জানিয়ে তারা বাড়িতে চলে যান। যোগাযোগ করা হলেও তারা ফোন রিসিভ করেননি। পরে তারা হোটেলে ফিরে এলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এই শাস্তি দেয়া হয়।

মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া বিএম আশরাফুল্লাহ তাহের জানিয়েছেন- ওই ২ প্রবাসীকে সাজা ভোগের জন্য সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদন্ড দেয়া হয়েছে।