আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি:: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেছে খাগড়াছড়ি জেলা পরিষদ। বুধবার (১৭ মার্চ,২০২১) দুপুরে দিবসটি উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে কেক কাটা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ,পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী। এছাড়াও ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা টিটন খীসা,পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী,শুভমঙ্গল চাকমা,নিলোৎপল খীসা, খোকনেশ্বর ত্রিপুরা,পার্থ ত্রিপুরা জুয়েল, এ্যাড. আশুতোষ চাকমা,পরিষদ কর্তাকর্তা ও কর্মচারী বৃন্দসহ জেলা আওয়ামীলীগ,জেলা ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেন।
পরে কেক কেটে উপস্থিত সকলের মাঝে কেক ও মিষ্টি বিতরণ করা হয়। এর আগে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয় খাগড়াছড়ি জেলা পরিষদের পক্ষ থেকে।
আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি