আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি:: হযরত মাওলা আলী (রা:) স্মৃতি সংসদ এর জেলা শাখার আয়োজনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে। সোমবার জেলা শহরের মহাজনপাড়ার একটি রেস্টুরেন্টে এই সভার আয়োজন করে সংগঠনটি।
হযরত মাওলা আলী (রা:) স্মৃতি সংসদ এর সভাপতি ও বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের খাগড়াছড়ি জেলা আহবায়ক হাফেজ মাওলানা মো: নুরুন্নবীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো: নুর হোসেন চৌধুরী।
এতে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক (সাংবাদিক) নুরুল আজম,শান্তিনগর মসজিদ কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক জাফর তালুকদার প্রমূখ।
এতে বক্তারা, হযরত মাওলা আলী (রা:) এর জীবণ আর্দশের কথা তুলে ধরে সমাজ গঠনের উপর গুরুত্বারোপ করেন। সে সাথে ধর্মের নামে যাতে কেউ অপপ্রচার ও ধর্মের অপব্যাখা রোধে সচেতন থাকার আহবান জানান। একই সাথে ধর্মীয় অনুশাষন মেনে সমাজ গঠন করা গেলে সব ধরনের অপরাধমুলক কর্মকা- প্রতিরোধসহ দেশ ও সমাজ রক্ষা পাবে বলেও এতে মন্তব্য করা হয় সাধারণ সভায়।
আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি