খালেদা জিয়ার সাথে দেখা করতে চিকিৎসক প্রতিনিধি দল ফিরোজা ভবনে

আপডেট: এপ্রিল ১২, ২০২১
0

খালেদা জিয়ার সাথে দেখা করতে চিকিৎসক প্রতিনিধি দল বাসায় পৌছালেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

শায়রুল কবির খান বলেন, ম্যাডামের চিকিৎসার খোঁজখবর নিতে ইতিমধ্যে একদল চিকিৎসক বাসভবনে পৌছে গেছেন। সেখান থেকে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের ম্যাডামের স্বাস্থ্য সম্পর্কে অবহিত করবেন চিকিৎসকবৃন্দ।

এছাড়া রোববার বিএনপির মহাসচিব সংবাদ সম্মেলনে বলেছিলেন, চিকিৎসক দল ম্যাডামকে দেখতে যাবেন। তারা ম্যাডামকে দেখবেন এবং চিকিৎসকদের সাথে কথা বলে দলের পক্ষ থেকে নিয়মিত ম্যাডামের বিষয়ে গণমাধ্যমে জানানো হবে।

উল্লেখ্য রোববার স্বাস্থ্য অধিদপ্তর আইসিডিআর এর করোনা টেস্ট রেজাল্টে বেগম খালেদা জিয়ার করোনা পজিটিভ ধরা পড়ে। এর পরেই সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করোনা পজিটিভ হওয়ার কথা গণমাধ্যমকে নিশ্চিত করেন।