একডোজ টিকা নেয়া বিএনপি চেয়ারাপারসন খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব একথা জানান।
তিনি বলেন, “ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন আপাতত স্থিতিশীল, ডেটোরেট করেনি। তার কোনো খারাপ কিছু হয়নি।”
“ তিনি টিকা একডোজ নিয়েছেন। আবার দ্বিতীয় ডোজ নেবেন।”
দ্বিতীয় ডোজ টিকার নির্ধারিত সময় রয়েছে ১৯ আগস্ট।
গত ১৯ জুলাই শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে যুক্তরাষ্ট্রের মর্ডানার টিকা নেন।
গত ১০ এপ্রিল খালেদা জিয়া নিজের গুলশানের বাসা ‘ফিরাজায়’ করোনায় আক্রান্ত হয় খালেদা জিয়া। সেখানে বিশেষজ্ঞ চিকিতসকদের তত্তাবধায়নে তার চিকিতসা চলে।
পোস্ট কোবিড জটিলতার চিকিতসার জন্য গত ২৭ এপ্রিল তিনি বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে চিকিতসার জন্য ভর্তি হন। ৫৪দিন চিকিতসা শেষে ১৯ জুন আবার গুলশানের বাসায় ফেরেন আসেন। বিএনপি চেয়ারপারসন।
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।