খুলনায় শ্রম আইন ও শিল্প সম্পর্কিত বিষয়ে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

আপডেট: অক্টোবর ৪, ২০২১
0

খুলনা ব্যুরো ঃ
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তর অধীন বিভাগীয় পর্যায়ে সপ্তাহব্যাপী শ্রমিক শিক্ষা কোর্স এবং চার সপ্তাহ মেয়াদী শিল্প সম্পর্কিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠান আজ (রবিবার) খুলনা শিল্প সম্পর্ক শিক্ষায়তন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার এই কোর্সের উদ্বোধন করেন।

উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, শ্রমিকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। শ্রমিক-মালিক সুসম্পর্ক, শ্রমিকের অধিকার আদায়, শ্রম অসন্তোষ নিরসন ও শ্রমিকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শ্রম অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, শ্রম আইন বিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে শ্রমিক-মালিক-সরকার ত্রিপক্ষীয় স্বার্থ রক্ষার সঠিক পদ্ধতি সম্পর্কে জানা যাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ মিজানুর রহমান। প্রশিক্ষণে খুলনা ও বরিশাল বিভাগের ১৫টি প্রতিষ্ঠান থেকে ৪৬ জন কর্মকর্তা-কর্মচারী এবং ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।