নিজস্ব প্রতিবেদক:
গণপরিবহনে শুরু হয়েছে অর্ধেক যাত্রী বহন। এ নিয়ে রাজধানীতে পরিবহন যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে আগামীকাল বৃহষ্পতিবার থেক নৌযানেও অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত হয়েছে।
করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গণপরিবহনে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার থেক শুরু হয় অর্ধেক যাত্রী বহন। অপরদিকে যাত্রীদের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি করা হয়। আজ রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে গণপরিবহনে অর্ধেক যাত্রী বহন করায় যাত্রীরা চরম বিপাকে পড়েছেন। বিভিন্ন এলাকায় শতশত যাত্রী অপেক্ষা করছেন বাসে চড়ার জন্য। কিন্তু বাসে চড়তে পারছেন না।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে গণপরিবহনের মতো নৌযানেও অর্ধেক যাত্রী পরিবহন করবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। আজ বুধবার সকালে সচিবালয়ে এক বৈঠক শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাংবাদিকদেরকে এ তথ্য জানিয়েছেন।