গণস্বাস্থ্য নগর হাসপাতালে দুইটি ডায়ালাইসিস শয্যা ইউনিট স্থাপনে পঞ্চাশ লক্ষ টাকা অনুদান প্রদান

আপডেট: মার্চ ১৯, ২০২১
0

গণস্বাস্থ্য নগর হাসপাতালে দুইটি ডায়ালাইসিস শয্যা ইউনিট স্থাপন করার
লক্ষে পঞ্চাশ লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন সামিনা মঈনউদ্দীন শিক্ষিকা
ও তার ভাই এহসানুল হক হিসাব বিশেষজ্ঞ ।
তাঁরা তাদের বাবা মায়ের জন্য
প্র‌কৌশলী ফজলুল হক শয্যা ডায়ালাইসিস
ইউনিট এবং সোফিয়া হক শয্যা ডায়ালাইসিস ইউনিট স্থাপনের জন্য
শা‌মিনা মঈনউ‌দ্দীন শি‌ক্ষিকা, Sunbeam School এবং অস্ট্রেলিয়া প্রবাসী
হিসাব বি‌শেষজ্ঞ এহসানুল হক, গণস্বাস্থ্য নগর হাসপাতালে দুইটি
ডায়ালাইসিস শয্যা ইউনিট স্থাপন করার লক্ষে ২৫ লাখ টাকা করে ২ জনই পঞ্চাশ
লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন।

আজ ১৯ মার্চ , ২০২১ শুক্রবার বেলা ২ টায় ধানমন্ডি বাড়ী নং ১৮, ফ্লাট এ
১ , রোড নং ৪, দাতাগনের বাসায় অর্থ ( চেক) হস্তান্তর সম্পন্ন হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের
প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, দাতাগনের পক্ষে সামিনা
মঈনউদ্দীন, তাঁর স্বামী সাবেক মন্ত্রী আরিফ মঈনউদ্দীন, গণস্বাস্থ্য
ডায়ালাইসিস সেন্টারের সমন্বয়কারী ডা. মহিবুল্লাহ খোন্দকার ।

ডা. জাফরুল্লাহ চৌধুরী এসময় বলেন, দানকারীরা
পিতা মাতার না‌মে দু‌টি ডায়ালাই‌সিস শয্যা ইউ‌নিট দান ক‌রে‌ছেন । আমার ও
গণস্বাস্থ্য ডায়ালাই‌সিস সেন্টা‌রের পক্ষ থে‌কে তাঁদের প্রতি আন্ত‌রিক
কৃতজ্ঞতা প্রকাশ করছি। । অসহায় ডায়ালাই‌সিস রুগী‌দের সেবায়‌ সমা‌জের
অবস্থাপন্ন ব্য‌ক্তি‌দের এ‌গি‌য়ে আসার আহ্বান জানা‌চ্ছি । সকল দান আয়কর
মুক্ত ।

তিনি “সামিনা মঈনউদ্দীন ও তার ভাই এহসানুল হক
অনুদানের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাঁর কর্তব্য পালন
করেছেন”। আমি তাঁর পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি দেশের
ধনাঢ্য ব্যক্তিদের মানবতার সেবায় এগিয়ে আসতে আহবান জানান।

তিনি আরো বলেন, প‌বিত্র শাবান মাস এবং আস‌ছে রমজান মাস উপল‌ক্ষে জাকা‌তের
টাকা দান করুন।