গাজীপুর সংবাদদাতা ঃ গাজীপুরের চিলাই নদী থেকে শনিবার বিকেলে মানসিক ভারসাম্যহীন এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ১৭ বছর বয়সের নিহত ওই কিশোরের পরিচয় পাওয়া যায় নি।
জিএমপি’র সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, শনিবার দুপুরে গাজীপুরের জয়দেবপুর-বাড়িয়া সড়কের তিতারকুল স্টীলের ব্রীজের উপর বসে থাকতে দেখে স্থানীয়রা। বিকেল সাড়ে তিনটার দিকে তার লাশ ওই ব্রীজের নীচে চিলাই নদীতে ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় তার লাশ উদ্ধার করে। নিহতের ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। তার পরনে কালো রংয়ের ফুল প্যান্ট রয়েছে। ধারণা করা হচ্ছে, অসাবধানতার কারণে ব্রীজ থেকে নীচে চিলাই নদীতে পড়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। স্থানীয়রা গত কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীন কিশোরটিকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।