গাজীপুরে ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ একমাত্র ইসলামই মানবতার মুক্তির গ্যারান্- অধ্যক্ষ এস এম সানাউল্লাহ

আপডেট: মার্চ ১৬, ২০২১
0

গাজীপুর সংবাদদাতাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ এস এম সানাউল্লাহ বলেছেন, একটি পূর্ণাঙ্গ ও সার্বজনীন জীবন ব্যবস্থা হিসেবে ইসলামই মানবতার মুক্তির গ্যারান্টি। শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামের পরিপূর্ণ অনুসারী হতে হবে। তিনি বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দেশ স্বাধীন হয়েছিলো। কিন্তু ৫০ বছরেও সেই অঙ্গীকার বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ইসলাম থেকে দূরে থেকে কখনোই শান্তি ও সুবিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।
স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে গাজীপুর জেলা জামায়াত আয়োজিত ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। মাওলানা ফরহাদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শেফাউল হক। বারিষাব ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানে শতাধিক ইয়াতিম শিক্ষার্থীকে দুপুরের খাবার পরিবেশন করা হয়।
প্রধান অতিথি অধ্যক্ষ এস এম সানাউল্লাহ ইয়াতিম শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং মহানবী সা: তাদের যে মর্যাদা দিয়েছেন তা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ইয়াতিম শিশুরা পরকালে মহানবীর সাথে জান্নাতে থাকবে। যারা ইয়াতিমের সেবা করবে তাদের জন্যেও মহানবী সা: জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তাই আসুন আল্লাহর সন্তুষ্টি লাভের লক্ষ্যেই আমরা ইয়াতিম শিশুদের পাশে থেকে তাদের জীবন মানোন্নয়নে ভুমিকা রাখি।
###
মোঃ রেজাউল বারী বাবুল