গাজীপুরে করোনায় ২৪ ঘন্টায় সবোর্চ্চ মৃত্যু আরো ১১ জন, প্রতি উপজেলায় আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে

আপডেট: আগস্ট ১১, ২০২১
0

গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুরে প্রতিনিয়ত বাড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ। জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ১১জন মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন আরো ২৩৮ জন। গাজীপুরে ২৪ ঘন্টায় এ পর্যন্ত এটাই মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। ইতোমধ্যে জেলার প্রতিটি উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে। বুধবার গাজীপুরের সিভিল সার্জন মোঃ খায়রুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন জানান, গাজীপুর জেলার পঁাচটি উপজেলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা দঁাড়িয়েছে ৪০৬ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৭২২ জন। করোনা সংক্রমনের লক্ষণ দেখা দেওয়ায় জেলায় গত ২৪ ঘন্টায় ৯৪৬জনের নমূনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ২৩৮জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরমধ্যে গাজীপুর মহানগরসহ সদর উপজেলায় এলাকায় ১৩১জন, কালীগঞ্জ উপজেলায় ১৭জন, কালিয়াকৈরে ১৭ জন, কাপাসিয়া উপজেলায় ২৩ জন ও শ্রীপুর উপজেলায় ৫০জন। গত ২৪ ঘন্টায় আরও ৭২৩ জনের নমূনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

তিনি জানান, গাজীপুর জেলার ৫টি উপজেলায় উপজেলার প্রতিটি উপজেলা এলাকায় পৃথকভাবে করোনা আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে। এরমধ্যে গাজীপুর মহানগরসহ সদর উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশী। এ উপজেলায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৫২৮ জন। এ ছাড়াও এ পর্যন্ত জেলার শ্রীপুর উপজেলায় ২ হাজার ৬৯৪ জন, কালিয়াকৈর উপজেলায় ২ হাজার ৭৯ জন, কাপাসিয়া উপজেলায় ১ হাজার ৯০৩জন ও কালীগঞ্জ উপজেলায় ১ হাজার ৫২২ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ১ লাখ ১২ হাজার ৫৪৬ জনের নমূনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে মোট সুস্থ্য হয়েছেন ১৬ হাজার ১৮৩ জন।

###
মোঃ রেজাউল বারী বাবুল
গাজীপুর।