গাজীপুরে কারখানার বয়লারের ফুটন্ত পানিতে দগ্ধ হেলপারের মৃত্যু

আপডেট: জুন ৯, ২০২১
0

গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুরে বয়লারের ফুটন্ত পানিতে দগ্ধ এক পোশাক কারখানার হেলপার মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবন্থায় বুধবার তিনি মারা যান।

তার নাম মোঃ শাকিব মিয়া (২০)। তিনি ময়মনসিংহের কতোয়ালী থানার চরসিকতা এলাকার ওসমান গনির ছেলে।

জিএমপি’র কাশিমপুর থানার ওসি মাহবুবে খোদা জানান, গাজীপুর সিটি কপোর্রেশনের কাশিমপুর থানাধীন দক্ষিণ পানিশাইল এলাকাস্থিত লাবিব গ্রুপের নাইস কটন মিলের বয়লার অপারেটর হেলপার পদে চাকুরি করতেন শাকিব। তার বাবাও একই কারখানায় চাকুরি করেন। গত ৪ জুন রাত ২টার দিকে দায়িত্ব পালনকালে শাকিব কারখানার ঢাকনা খুলেন। এসময় বয়লারের ফুটন্ত পানি ছিটকে শাকিবের শরীরে পড়ে। এতে তার শরীরের বেশীর ভাগই ঝলসে যায়। দগ্ধ শাকিবকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ণ ইউনিটে নিয়ে ভর্তি করা হয়। সেখখানে ৪দিন চিকিৎসা থাকার পর বুধবার ভোররাত ২টার দিকে তিনি মারা যান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

###
মোঃ রেজাউল বারী বাবুল