গাজীপুরে ক্রিকেট বল কুড়াতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

আপডেট: অক্টোবর ১৫, ২০২১
0
file photo

গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরে ক্রিকেট বল কুড়াতে গিয়ে এক স্কুল ছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছে। শুক্রবার বিকেলে মহানগরীর বাসন সড়ক ঈদগাহ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম- মারুফ (১৪)। সে নারায়নগঞ্জের রূপগঞ্জ থানার মাজিনা এলাকার এমরান হোসেন ওরফে বাদশাহর ছেলে। জিএমপি’র বাসন থানার ওসি মালেক খসরু খান এ তথ্য জানিয়েছেন।

পুলিশের ওই কর্মকর্তা জানান, মহানগরীর ভোগড়া বাইপাস (বাসন সড়ক) এলাকার মান্নানের বাড়িতে স্বপরিবারে ভাড়া থাকেন এমরান। তার ছেলে মারুফ স্থানীয় আব্দুল মজিদ স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। শুক্রবার বিকেলে অন্যদের সঙ্গে স্থানীয় ঈদগাহ মঠে ক্রিকেট খেলছিল মারুফ। এসময় ক্রিকেট বল মাঠের পার্শ্ববর্তী মানিকের দোকানের উপর গিয়ে পড়ে। মারুফ ওই বল কুড়িয়ে আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অসুস্থ্য হয়ে পড়ে। এলাকাবাসী তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মারুফকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।