গাজীপুরে জমায়াতের রোকনের ইন্তিকাল : জেলা জামায়াতের শোক

আপডেট: জুলাই ৪, ২০২১
0

গাজীপুর সংবাদদাতাঃ
কাপাসিয়া উপজেলা জামায়াতের রুকন ডা: তাজউদ্দিন আহমেদ(৬৫) শনিবার দিবাগত রাত ২ টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃতৃকালে তিনি স্ত্রী, ৩ছেলে ৩মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। রবিবার সকাল ১১টায় কাপাসিয়া উপজেলা জামে মসজিদ প্রাঙ্গনে তার প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন কাপাসীয়া উপজেলা আমীর ফরহাদ হোসেন মোল্লা।

বাদ জোহর তার গ্রামের বাড়ি উপজেলার লতিফপুরে দ্বিতীয় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় জানাযার নামাজে ইমামতি করেন গাজীপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সেফাউল হক। তার মৃত্যুতে গাজীপুর মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ এস. এম সানাউল্লাহ, গাজীপুর জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর জাহাঙ্গীর আলম, জেলা সেক্রেটারি মাওলানা সেফাউল হক এক শোকবানীতে বলেন, আল্লাহ যেন মরহুমের সকল নেক আমল কবুল করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন। ইসলামী আন্দোলনে তার অবদানের জন্য আল্লাহর কাছে উত্তম জাযা কামনা করেন এবং মরহুমের পরিবার পরিজনদের শোক সহিবার তৌফিক কামনা করে আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেন। জানাযায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী, ওলামা সম্পাদক মাওলানা সামছুল আলম, কাপাসিয়া উপজেলা জামায়াতের আমীর ফরহাদ হোসেন মোল্লা প্রমুখ।
###
মোঃ রেজাউল বারী বাবুল
গাজীপুর।
০৪/০৭/২০২১ ইং