গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুরে ট্রেনের নীচে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার মহানগরীর টঙ্গী রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম- আজহারুল ইসলাম (৬৫)। তিনি টাঙ্গাইলের দেলদুয়ার থানাধীন আগদেওলি গ্রামের হাসমত আলীর ছেলে।
রেলওয়ের টঙ্গী স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর মোহাম্মদ জানান, গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন বনমালা রেলগেইট এলাকায় বসবাস করতেন আজহারুল। রবিবার সকাল পৌণে ৭টার দিকে তিনি বাসার পার্শ্ববর্তী টঙ্গী রেলস্টেশন এলাকায় রেললাইন পার হচ্ছিলেন । এসময় খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ওই স্টেশন এলাকা অতিক্রমের সময় ট্রেনের নীচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই নিহত হন আজহারুল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
###