গাজীপুরে তরল বর্জ্য শোধনাগার কার্যক্রম উদ্বোধন

আপডেট: মার্চ ২৩, ২০২২
0

গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরীর চতর এলাকায় স্থানীয়ভাবে তরল বর্জ্য শোধনাগার ও আদর্শ বসতি উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন গাজীপুর সিটির ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন।

গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে মহানগরীর ২৪ নং ওয়ার্ডের চতর এলাকায় আহসান উল্লাহ নগরে এ উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের স্থানীয় কাউন্সিলর রফিকুল ইসলাম। এতে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আমিনুল ইসলাম, রুহুল আমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় মেয়র বলেন, তরল বর্জ্য শোধনাগার বাংলাদেশে শুধুমাত্র খলনা সিটি কর্পোরেশনে চালু আছে। খুলনার পর গাজীপুরে এটি চালু হয়েছে। আশা করা যায়, মানুষ এর দ্বারা উপকৃত হবে। মেয়র আরো বলেন, আমরা চেষ্টা করছি গাজীপুরের সুষম উন্নয়নের মাধ্যমে গাজীপুরকে একটি আদর্শ মহানগর হিসাবে গড়ে তুলতে।
###
মোঃ রেজাউল বারী বাবুল
গাজীপুর।
২২-০৩-২০২২
Download all attach