গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুরে নির্মাণাধীন ভবনের তিনতলা থেকে মাটিতে পড়ে বুধবার বিকেলে নিমার্ণ শ্রমিক এক নারী নিহত হয়েছেন। নিহতের নাম- নাজমা বেগম (৪০)। ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার আন্দারিয়াপাড়া এলাকার মৃত চান মিয়ার স্ত্রী নাজমা গাজীপুর মহানগরীর তেলীপাড়া এলাকার মোশারফের বাড়িতে ভাড়া থাকেন।
জিএমপি’র বাসন থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান, বুধবার বিকেলে গাজীপুর সিটি কপোর্রেশনের বাসন থানাধীন পালের পাড়া এলাকার মতিন মেম্বারের নির্মানাধীন ভবনের তৃতীয় তলায় কাজ করছিলেন নাজমা। অসাবধানতার কারনে তিনি সেখান থেকে হঠাৎ মাটিতে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে নাজমাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।